[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৮ জানুয়ারী ২০২৪, ২১:২১

গণতন্ত্র অলিম্পিয়াডে অতিথিবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল

বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে চাঁপাইনবাবগঞ্জে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় নবাবগঞ্জ সিটি কলেজে এ অলিম্পিয়াড আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।


সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ‘গণতন্ত্র, সংবিধান, ভোটাধিকার, সুশাসন এবং নাগরিক অধিকার’ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩৫০ জন ছাত্র-ছাত্রী অংশ নেন। তাদের মধ্যে সেরা ১০ জনের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।


অলিম্পিয়াডে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ।
সুশাসনের জন্য নাগরিক-সুজন’র জেলা সভাপতি আসলাম কবীরের সভাপতিত্বে অলিম্পিয়াডে বিশেষ অতিথি ছিলেন- সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী, সুশাসনের জন্য নাগরিক-সুজন রাজশাহী জেলা সম্পাদক মাহমুদুল হাসান মাসুদ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সম্পাদক মনোয়ার হোসেন জুয়েলসহ অন্যরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট পরিচালিত ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক দিলিপ কুমার সরকার।


অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের গণতন্ত্র, সংবিধান, ভোটাধিকার, সুশাসন এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এ গণতন্ত্র অলিম্পিয়াডের আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।


উল্লেখ্য, সারাদেশের ৪৫টি সংসদীয় আসনে এ কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর