[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১
thecitybank.com

গোমস্তাপুরে সাপের কামড়ে দুই মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৮ আগষ্ট ২০২৩, ০৪:৩৮

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলাতে সাপের কামড়ে দুই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

গত রোববার(০৬ আগষ্ট) দিবাগত রাত আনুমানিক আড়াইটায় গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষকরা হলেন- রাজশাহী জেলার বাগমারা উপজেলার বিষুপাড়া গ্রামের মৃত আহমাদ হোসেনের ছেলে জোবায়ের হোসেন (২৮), নাঁওগা জেলার পোরশা উপজেলার কাশিদাঁড়া গ্রামের রাসেদুল ইসলাম। তারা দুজনই জিনারপুর গ্রামে অবস্থিত ইকরা কওমি মডেল মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, রোববার দিবাগত রাতে শিক্ষকরা তাদের ঘরে ঘুমাচ্ছিলেন, তখনই সাপে কামড় দেয়। এই সময় তাদের সহকর্মীরা ওই শিক্ষকদের শরীর থেকে বিষ নামানোর জন্য গ্রামের একজন কবিরাজের কাছে যায়।

কিন্ত বিষ নামার পরিবর্তে তাদের শারীরিক অবস্থা ক্রমশই অবনতি হলে তাদেরকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে রাসেদুল ইসলাম নামে একজন শিক্ষক মারা যান।

মাহবুবুর রহমান আরও জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে আরেক শিক্ষক জোবারেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। রামেকে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (০৭ আগষ্ট) বেলা ১১টায় তিনিও মারা যান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর