[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১
thecitybank.com

রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ-ঈশ্বরদী রুটে লোকাল আইআর ট্রেনের শুভ উদ্বোধন

মোঃ সামিরুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা প্রতিনিধিঃ

প্রকাশিত:
৩০ জুলাই ২০২৩, ০৪:৩৬

ছবি: সংগৃহীত

করোনা কালীন বন্ধ হয়ে যাওয়া বহু প্রত্যাশিত ঈশ্বরদী- রহনপুর -চাঁপাইনবাবগঞ্জ লোকাল আইআর ট্রেনটির উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) বিকেল ৫ টায় রহনপুর রেল বন্দর বাস্তবায়নের আয়োজনে রহনপুর রেল স্টেশন প্লাটফর্মে ট্রেনটির শুভ উদ্বোধন অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রেল বন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খান রুবেল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জাতীয় সংসদ সদস্য ও সভাপতি গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগ মুঃ গোলাম মোস্তফা বিশ্বাস, বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চল জোনের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা, নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, রহনপুর পৌর মেয়র মোঃ মতিউর রহমান খান প্রমূখসহ মুক্তিযোদ্ধা, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ।

পরে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি ঢাকা থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে "লোকাল আইআর" ট্রেনটির উদ্বোধন করেন। উল্লেখ্য স্থানীয় জাতীয় সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান তার নির্বাচনে বিজয়ী হওয়ার ১০০ তম দিন উপলক্ষে গত ১২ই মে এক সংবাদ সম্মেলনের আয়োজনে বলেছিলেন বন্ধ হওয়া লোকাল আইআর ট্রেনটি খুব শীঘ্রই চালুর ব্যবস্থা করবেন। তারই ফল স্বরুপ আজকের এই বন্ধ হওয়া ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠান। রেলওয়ে সূত্র জানায়, ২০২০ সালের ২৩ মার্চ কোরোনা প্রাদূর্ভাবের কারণে লোকাল আইআর ট্রেনটি রেলওয়ে কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা করেন।

প্রায় ৩ বছর ৪ মাস বন্ধ থাকার পর ট্রেনটি পুনরায় চালু হলো। রহনপুর -চাঁপাইনবাবগঞ্জ-ঈশ্বরদী রুটে লোকাল আইআর ট্রেনটি নিয়মিত চলাচল করবে। ট্রেনটিতে থাকছে ৫টি যাত্রীবাহী ও ১টি মালবাহী কোচ।

ট্রেনটি চলাচলের সময়সূচী: ঈশ্বরদী জংশন স্টেশন থেকে ছাড়বে সকাল ৪টায় - রহনপুর স্টেশন পৌঁছাবে সকাল ৮টা ৩০ মিনিট, রহনপুর স্টেশন থেকে ছাড়বে সকাল ৮টা ৫০ মিনিটে - চাঁপাইনবাবগঞ্জ স্টেশন পৌঁছাবে সকাল ৯টা ৫০ মিনিটে, চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ছাড়বে সকাল ১০টা ১০ মিনিট - রাজশাহী স্টেশন পৌঁছাবে সকাল ১১টা ৪৫ মিনিটে, রাজশাহী স্টেশন থেকে ছাড়বে দুপুর ১টায় - চাঁপাইনবাবগঞ্জ স্টেশন পৌঁছাবে বিকেল ৩টা, চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ছাড়বে বিকেল ৫টা ১৫ মিনিটে - রহনপুর পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে, রহনপুর থেকে ছাড়বে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে - ঈশ্বরদী পৌছাবে রাত ১১টা ২০ মিনিটে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর