[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১
thecitybank.com

ভোলাহাটে কৃষকদের মধ্যে প্রণোদনা বিতরণ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৩ জুন ২০২৩, ০৩:৫০

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ৪০০ জন কৃষককে জনপ্রতি এক বিঘা জমিতে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।

এছাড়া ১৫০ জন কৃষককে জনপ্রতি গ্রীষ্মকালীন ১ কেজি পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।


২০২২-২৩ অর্থবছরে খরিফ-২/২০২৩-২৪ মৌসুমে রোপা আমন (উফশী) ও গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে এই বীজ ও রাসায়নিক সার প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিতরণ করা হয়।


বুধবার (২১ শে জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা কৃষি অফিস চত্বরে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম। সূচনা বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী।


অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ, বীর মুক্তিযোদ্ধা তৈয়মুর রহমানসহ অন্যরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর