[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে ১১ দফা দাবিতে প্রতিবন্ধীদের বিক্ষোভ ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৯ জুন ২০২৩, ০৪:৪১

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী ভাতা ৫ হাজার টাকা, প্রতিবন্ধীদের শিক্ষা ভাতা ২ হাজার টাকা, প্রতিবন্ধীদের জন্য আত্মকর্মসংস্থান তৈরি, চাকরিতে কোটা প্রদান, চিকিৎসা ভাতা প্রদানসহ ১১ দফা দাবিতে প্রতিবন্ধীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।


রবিবার বেলা ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ। পরে সেখানে তারা মানববন্ধন করেন।


মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা সংস্থা চাঁপাইনবাবগঞ্জ ডিপিওডি’র সভাপতি শফিকুল ইসলাম, সহসভাপতি ফোরজিয়া শাহনাজ, সাবেক সভাপতি মুকুল হালদারসহ অন্যরা।


বক্তারা প্রতিবন্ধীদের প্রাণের এসব দাবি মেনে নেয়ার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর