প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২৬, ১৯:৩৫
আন্তর্জাতিক বাণিজ্য চেম্বার (আইসিসি) বাংলাদেশ এবং দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে একটি স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রীর মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জ থেকে অনুষ্ঠান উপস্থিত ছিলেন জেলা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।
জানা যায়, আইসিসি বাংলাদেশের উদ্যোগে এবং ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ফরেন ইনভেস্টরস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) সহ ১৮টি শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা বেগম খালেদা জিয়াকে একজন 'পথপ্রদর্শক নেতা' হিসেবে অভিহিত করেন, যিনি দেশের গণতান্ত্রিক ও অর্থনৈতিক কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তারা বলেন, ১৯৯১ সালে বেগম জিয়া যখন দায়িত্ব গ্রহণ করেন, তখন দেশের অর্থনীতি স্থবির ছিল। তার দূরদর্শী নেতৃত্বে মুক্তবাজার অর্থনীতি, বেসরকারি খাতের উন্নয়ন এবং উদ্যোক্তা-বান্ধব নীতি গ্রহণের মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রমে গতিশীলতা আসে। ভ্যাট আইন প্রণয়ন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আইন এবং বেসরকারিকরণ বোর্ড ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রতিষ্ঠার মতো যুগান্তকারী সংস্কারের মাধ্যমে তিনি রাজস্ব সংগ্রহ, আর্থিক খাত ও পুঁজিবাজারকে শক্তিশালী করেছিলেন।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ড. আব্দুল মঈন খান বক্তব্য রাখেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া কেবল একজন দলীয় নেত্রী ছিলেন না, বরং সমগ্র জাতির নেতা ছিলেন। তিনি দেশবাসীকে ঐক্য ও ভালোবাসার ভিত্তিতে 'নতুন বাংলাদেশ' গড়ার বার্তা দিয়েছিলেন।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: