[email protected] ঢাকা | বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫, ১৭ই পৌষ ১৪৩২
thecitybank.com

আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ-পাল্টা অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে ১৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৯ ডিসেম্বার ২০২৫, ১৯:০৮

প্রতিকী ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে লড়াইয়ের জন্য ১৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত শেষ দিনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা পর্যায়ের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়ন দাখিল সম্পন্ন করেছেন। তবে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ পাল্টা অভিযোগ তুলেছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এর আগে ২৮ ডিসেম্বর পর্যন্ত মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, যার মধ্যে শেষ পর্যন্ত ১৬ জন জমা দিয়েছেন। নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী, পরবর্তী ধাপে মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহারের প্রক্রিয়া চলমান আছে।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ): জেলার সবচেয়ে বড় এই আসনে ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এখানে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য  শাহজাহান মিঞা এবং জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ও রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. কেরামত আলী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এই আসনে মূল লড়াই এই দুই প্রার্থীর মধ্যে হবে বলেই আলোচনা রয়েছে। এছাড়া আরোও মনোনয়ন পত্র দাখিল করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী নবাব মো: শামসূল হোদা, জাতীয় পার্টির মো: আফজাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: মনিরুল ইসলাম ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো: আব্দুল হালিম।

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট): এই আসনে ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে মনোনয়ন দাখিল করেছেন বিএনপির মো. আমিনুল ইসলাম এবং জামায়াত ইসলামীর ড. মিজানুর রহমান । এছাড়া জাতীয় পার্টির মু: খুরশীদ আলম, কমিনিউস্ট পার্টির মো: সাদেকুল আলম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: ইব্রাহিম খলিল মনোনয়ন দাখিল করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর): চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মোট ৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা নিশ্চিত করতে মনোনয়ন জমা দিয়েছেন। এদের মধ্যে দুই হেভিওয়েট প্রাথী বিএনপির কেন্দ্রীয় নেতা মো. হারুনুর রশীদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল মনোনয়ন দাখিল করেন। এছাড়া জেএসডি মনোনীত প্রার্থী মো. ফজলুর ইসলাম খাঁন, গণ অধিকার পরিষদের শফিকুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: মনিরুল ইসলাম নির্বাচনী লড়াইয়ের জন্য মনোনয়ন দাখিল করেছেন।

মনোনয়নপত্র দাখিল শেষে নূরুল ইসলাম বুলবুল বলেন, সুশাসন ও শান্তির জন্য পরিবর্তনের লক্ষ্যে দুর্নীতিমুক্ত, সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত আধুনিক, উন্নত এবং একটি মানবিক চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে চাই। সে লক্ষে আমি দেশবাসীসহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাবাসীর দোয়া ও সমর্থন চায়, আপনাদের সাথে নিয়ে চাঁপাইনবাবগঞ্জকে আমরা গড়ে  তুলবো। এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী  প্রার্থীর প্রতি নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ এনে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানান।

তবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে চাঁপাইনবাবগঞ্জে-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, আমরা আচরণবিধি লঙ্ঘন করিনি, বরং জামায়াত প্রার্থী অনেকভাবেই আচরণবিধি লঙ্ঘন করেছেন। এর প্রমাণ আমাদের কাছে আছে।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ মনোনয়নপত্র গ্রহণ শেষে সাংবাদিকদের জানান, জেলার তিনটি আসনে ১৬ জন প্রার্থী শান্তিপূর্ণভাবে তাদের মনোনয়নপত্র দাখিল সম্পন্ন করেছেন। আমরা একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। এছাড়া কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো কারো বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর