প্রকাশিত:
২১ ডিসেম্বার ২০২৫, ১৬:৫৫
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ বাংলাদেশ থেকে পালিয়ে অন্য কোনো দেশে আশ্রয় নিয়েছেন কি-না, সে ব্যাপারে এখনও নিশ্চিত নন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন মামলাটির তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম।
মূল সন্দেহভাজনদের সঠিক অবস্থান শনাক্তে এখনও তদন্ত কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।
রোববার দুপুরে মি. ইসলাম গনমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন, তার ঠিক আগের দিন মি. হাদির হত্যাকারীদের গ্রেফতারের বিষয়ে অগ্রগতি জানাতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেয় ইনকিলাব মঞ্চ।
২১শে ডিসেম্বর সন্ধ্যার মধ্যে এ বিষয়ে তথ্য জানাতে না পারলে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন বিক্ষুব্ধরা।
এ অবস্থায় রোববার সন্ধ্যায় সচিবালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত থেকে সেখানে মি. হাদির হত্যা মামলার তদন্তের ব্যাপারে সবশেষ তথ্য জানাবেন বলে গনমাধ্যমকে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
মামলার তদন্তকারী সংস্থা'র প্রধান হিসেবে ওই সংবাদ সম্মেলনে ডিবি প্রধান মি. ইসলামেরও উপস্থিত থাকার কথা রয়েছে।
জানতে চাইলে গোয়েন্দা পুলিশের প্রধান দাবি করেছেন, গত আটদিনে তারা মামলাটির বিষয়ে 'বেশখানিকটা অগ্রগতি' সাধন করতে সক্ষম হয়েছেন।
"কারা ঘটনাটা ঘটাইছে এবং যে অস্ত্র ও মোটরসাইকেল ব্যবহার করে ঘটনাটা ঘটানো হয়েছে, সেটা আমরা ইতোমধ্যেই উদ্ধার করেছি। বেশ কয়েকজন আসামিকে গ্রেফতারও করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এখন আমরা অন্য আসামিদের ব্যাপারে জানার চেষ্টা করতেছি," গনমাধ্যমকে বলেন ডিবি প্রধান মি. ইসলাম।
সূত্র: বিবিসি বাংলা/ডেস্ক/আ.আ
মন্তব্য করুন: