[email protected] ঢাকা | সোমবার, ১৫ই ডিসেম্বর ২০২৫, ৩০শে অগ্রহায়ণ ১৪৩২
thecitybank.com

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় কমিটি করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৩ ডিসেম্বার ২০২৫, ১৯:৩৬

ছবি: সংগ্রহীত
অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিশ্চিতে বদ্ধপরিকর মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে ছোট একটি কমিটি করা হয়েছে। ওই কমিটি পর্যালোচনা করে তারপর নিরাপত্তা ব্যবস্থা নেবে।
 
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। আজকের সভায় রুটিন আলাপ ছাড়াও আগামী নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিসহ জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে।
 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। এ বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে।
 
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। আশা করছি অতি দ্রুত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা যাবে। জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেয়া হবে না। এক্ষেত্রে জনগণের সার্বিক সহায়তা পাবো বলে আশা করি। হাদিকে হামলার আসামি ধরার প্রক্রিয়া চলমান, আশা করি দ্রুত ধরতে পারবো। 
 
তিনি আরও বলেন, হাদির ওপর হামলা আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস। এ ধরনের চেষ্টা সরকার কঠোর হাতে দমন করবে। যারা নির্বাচনে অংশগ্রহণ করবে অর্থাৎ প্রার্থীরা তারা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে অনুমতি দেয়া হবে। তাদের মধ্যে যারা ইতোমধ্যে অস্ত্র জমা দিয়েছে তাদের ফেরত দেয়া হবে। 
 
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, তার নিরাপত্তার জন্য যতো ধরনের প্রস্তুতি নেয়া দরকার, তা নেয়া হবে এবং তাকে নিরাপত্তা দেয়া হবে।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর