[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ৯ই পৌষ ১৪৩২
thecitybank.com

প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিসের প্রধান হুমা খানের বিদায়ী সাক্ষাৎ

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৫ নভেম্বার ২০২৫, ১৯:১৯

ছবি: সংগ্রহীত
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার অফিসের (ওএইচসিএইচআর) প্রধান হুমা খান। সোমবার (২৫ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
 
সাক্ষাৎকালে তারা জুলাইয়ে বিদ্রোহের পর সাম্প্রতিক ঘটনাবলী, জবাবদিহিতা এবং ক্ষতিগ্রস্তদের আরোগ্যের বিষয়গুলো আলোচনা করেন। আসন্ন সাধারণ নির্বাচন এবং দেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ সম্পর্কেও মতবিনিময় করেন তারা।
 
প্রধান উপদেষ্টা বাংলাদেশের জন্য একটি সংকটপূর্ণ সময়ে খানের সেবার প্রশংসা করেন এবং জাতিসংঘ মানবাধিকার অফিসের ভূমিকা, বিশেষ করে গত বছরের জুলাই ও আগস্টে সংঘটিত নৃশংসতার স্বাধীন তদন্তের প্রশংসা করেন।
 
তাদের আলোচনায় জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানকে শক্তিশালীকরণ এবং দেশে বলপূর্বক গুম ও গোপন আটক কেন্দ্রের ঘটনা তদন্তে গুম কমিশনের কাজও অন্তর্ভুক্ত ছিল।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর