[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৮ই নভেম্বর ২০২৫, ৩রা অগ্রহায়ণ ১৪৩২
thecitybank.com

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

এই রায় মৌলিক সত্যকে নিশ্চিত করেছে: প্রধান উপদেষ্টা

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৭ নভেম্বার ২০২৫, ২১:৫৮

ছবি: সংগ্রহীত
‘আজ বাংলাদেশের আদালত এমন এক স্পষ্টতার সঙ্গে রায় দিয়েছে, যা দেশজুড়ে এবং দেশের সীমানা ছাড়িয়ে প্রতিধ্বনিত হচ্ছে’ এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এই রায় এবং সাজা এক মৌলিক সত্যকে পুনরায় নিশ্চিত করেছে। ক্ষমতার অবস্থান যাই হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়।
 
সোমবার (১৭ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। বিবৃতিটি প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে।
 
বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, এই রায় ২০২৪ সালের জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ ও এখনো তাদের ক্ষতি বহনকারী পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ, যদিও তা অপর্যাপ্ত এবং ন্যায়বিচারের প্রতিফলন। 
 
তিনি আরও বলেন, আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি, যখন বছরের পর বছর ধরে চলা দমন-পীড়নে বিধ্বস্ত গণতান্ত্রিক ভিত্তি পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। যে অপরাধগুলো বিচারাধীন ছিল তা হলো যুবক ও শিশুদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ, যাদের একমাত্র অস্ত্র ছিল তাদের কণ্ঠ। বিষয়টি আমাদের আইন এবং সরকার ও নাগরিকের মৌলিক সম্পর্ক উভয়কেই লঙ্ঘন করেছে। এসব কর্মকাণ্ড বাংলাদেশের মানুষের মূল মূল্যবোধ— মর্যাদা, দৃঢ়তা এবং ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারকে তীব্রভাবে আহত করেছিল।
 
মুহাম্মদ ইউনূস বলেন, প্রায় ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারিয়েছে। নিরস্ত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি, এমনকি হেলিকপ্টার থেকে অস্ত্র ব্যবহার করা হয়েছিল। এই রায় তাদের কষ্টকে স্বীকৃতি দিয়েছে, আমাদের বিচার ব্যবস্থা অপরাধীদের জবাবদিহি করবে।
 
তিনি আরও বলেন, বাংলাদেশ এখন জবাবদিহিতার বৈশ্বিক স্রোতে পুনরায় যোগ দিচ্ছে। পরিবর্তনের পক্ষে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থী এবং নাগরিকরা এটি বুঝতে পেরেছিলেন। অনেকেই তাদের জীবন দিয়ে মূল্য দিয়েছেন।
 
তিনি বলেন, আগামীর পথে কেবল আইনি জবাবদিহিতা নয়, বরং প্রতিষ্ঠান এবং নাগরিকদের মধ্যে আস্থা পুনর্নির্মাণ করা প্রয়োজন। 
 
প্রধান উপদেষ্টা বলেন, আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশ সাহস এবং নম্রতার সঙ্গে সামনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করবে। আইনের শাসন, মানবাধিকার এবং প্রতিটি ব্যক্তির সম্ভাবনার প্রতি অঙ্গীকারের মাধ্যমে বাংলাদেশে ন্যায়বিচার কেবল টিকে থাকবে না, এটি বিরাজ করবে এবং টিকবে।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর