[email protected] ঢাকা | শনিবার, ৮ই নভেম্বর ২০২৫, ২৪শে কার্তিক ১৪৩২
thecitybank.com

পূজা উপলক্ষে পূর্বাঞ্চলে চলবে ৪ জোড়া স্পেশাল ট্রেন

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২০ সেপ্টেম্বার ২০২৫, ১৭:০৮

ছবি: সংগ্রহীত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাড়তি যাত্রী চাপ সামাল দিতে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হচ্ছে ৪ জোড়া বিশেষ ট্রেন। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এই বিশেষ সেবা চালু থাকবে। এর মধ্যে ঢাকা-কক্সবাজার রুটে ৩ জোড়া এবং ঢাকা-চট্টগ্রাম রুটে ১ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চলাচল করবে।
 
প্রতিটি বিশেষ ট্রেনে ১৮টি বগি থাকবে। দিনে ৮৩৪ এবং রাতে ৭৮৯ আসনের ব্যবস্থা থাকছে। ভাড়া নির্ধারণ করা হয়েছে নিয়মিত সুবর্ণ, সোনার বাংলা ও কক্সবাজার এক্সপ্রেসের মতোই। তবে এসি সিটের ক্ষেত্রে ৩০ শতাংশ এবং নন-এসি সিটের ক্ষেত্রে ২০ শতাংশ বাড়তি ভাড়া দিতে হবে।
 
সময়সূচি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর দুপুর ২টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে ‘চট্টগ্রাম স্পেশাল’ ছেড়ে রাত ৮টায় ঢাকায় পৌঁছাবে। একই দিন রাতে কমলাপুর থেকে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’ কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে রাত সাড়ে ১০টায়। ১ অক্টোবর সকাল সাড়ে ১১টায় কক্সবাজার থেকে ঢাকাগামী ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’ ছাড়বে এবং রাত ৮টায় পৌঁছাবে ঢাকায়। ওই দিন রাতেও ঢাকা থেকে কক্সবাজারে যাবে আরেকটি ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’।
 
এরপর ৩ অক্টোবর সকাল সাড়ে ১১টায় কক্সবাজার থেকে ছেড়ে আসবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’ এবং রাতে ঢাকার কমলাপুর থেকে আবার কক্সবাজারের পথে ছেড়ে যাবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’। ৪ অক্টোবর সকাল সাড়ে ১১টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’। একই দিন রাত সাড়ে ১০টায় ঢাকা থেকে চট্টগ্রামগামী বিশেষ ট্রেন ছেড়ে যাবে এবং ভোর সাড়ে ৪টায় পৌঁছাবে গন্তব্যে।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর