[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৫, ১লা আশ্বিন ১৪৩২
thecitybank.com

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করা হয়েছে।

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৫ সেপ্টেম্বার ২০২৫, ১৯:০২

ছবি: সংগ্রহীত
সোমবার (১৫ সেপ্টেম্বর) এক বার্তায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমানের নেতৃত্বে নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর এলাকায় নূর এন্টারপ্রাইজ এবং আর আর ফ্যাশন অ্যান্ড লন্ড্রিতে অভিযান পরিচালনা করা হয়। দুই প্রতিষ্ঠানে প্রতিদিন যথাক্রমে ৪ হাজার ৫০০ এবং ২ হাজার ৭০০ ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল। এ সময় ২০০ ফুট অবৈধ ৩/৪ ইঞ্চি পাইপলাইন অপসারণ করা হয়। 
 
অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় পরিচালিত অভিযানে একটি চুন কারখানায় অবৈধভাবে ২০ ইঞ্চি বিতরণ লাইন থেকে ২ ইঞ্চি সার্ভিস লাইন বিচ্ছিন্ন করা হয়। কারখানায় ছয়টি চুনাভাট্টিতে প্রতিদিন প্রায় ১২ হাজার ঘনফুট গ্যাস ব্যবহার হচ্ছিল, যার দৈনিক মূল্য ২ লাখ ২৩ হাজার ৮৬১ টাকা। অভিযান চলাকালীন দুটি ২ ইঞ্চি ভালভ এবং চার ফুট ২ ইঞ্চি এমএস পাইপ জব্দ করা হয়। পরিবেশ ও নিরাপত্তার কথা বিবেচনা করে ফায়ার সার্ভিস এবং এক্সক্যাভেটর ব্যবহার করে সম্পূর্ণ কারখানাটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই অবৈধ সংযোগের মাধ্যমে প্রতি মাসে প্রায় ৬৭ লাখ টাকার বেশি মূল্যের গ্যাস অপচয় হচ্ছিল।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর