[email protected] ঢাকা | বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২
thecitybank.com

সরকারের আশ্বাসে সড়ক ছাড়লেন মাধ্যমিকের শিক্ষকরা

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৫, ১৯:২০

ছবি: সংগ্রহীত
দিনভর অবরোধের পর সরকারের আশ্বাসে অবস্থান কর্মসূচি তুলে নিয়েছে মাধ্যমিক শিক্ষকরা। বুধবার (১৩ আগস্ট) সকালে সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে কয়েক হাজার শিক্ষক জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেন। 
 
এদিন অবরোধে অংশ নিতে সারাদেশ থেকে স্কুল-কলেজ ও মাদরাসার কয়েক হাজার শিক্ষকরা জড়ো হন। দুপুরে শিক্ষকদের দশ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার কাছে যান। তুলে ধরেন তাদের দাবিগুলো। পরে দেড় ঘণ্টা বৈঠকের পর তাদের দাবির স্বপক্ষে উপদেষ্টার আশ্বাসে সড়ক ছেড়ে দেন শিক্ষকরা। আশ্বাসের নামে শুভঙ্করের ফাকি দেয়া হলে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তারা।
 
এদিকে শিক্ষকদের পূর্বঘোষিত পদযাত্রা ঠেকাতে বড় প্রস্তুতি নিয়েছিল রেখেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর