[email protected] ঢাকা | বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২
thecitybank.com

ফেনী সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৫, ১৯:০৮

ছবি: সংগ্রহীত
ফেনীর পরশুরাম সীমান্ত থেকে নুরুল ইসলাম (৬৩) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
 
সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলার উত্তর কেতরাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায়।
 
নুরুল ইসলামের বাড়ি বক্সমাহমুদ ইউনিয়নের কৈয়ার কোনা গ্রামে। তার বাবার নাম সুলতান আহাম্মদ।
 
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে নুরুল ইসলামকে ২১৭৪ সীমান্ত পিলার এলাকা থেকে ধরে নিয়ে যায় বিএসএফ। আটক ব্যক্তির শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে বলো জানা গেছে।
 
এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ২১৭৪ সীমান্ত পিলার এলাকা থেকে বিএসএফ তাকে আটক করে নিয়ে যায়। আটক ব্যক্তি সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাইনি। ইতোমধ্যে তাকে আটকের বিষয়টি বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে ফেরত দেওয়ার বিষয়ে বিএসএফ নীতিগতভাবে সম্মতি জানিয়েছেন। আশাকরি, বিকেলের মধ্যে হস্তান্তর করবেন। ফেরত পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
 
ডেস্ক/ই.ই
 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর