[email protected] ঢাকা | বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২
thecitybank.com

বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম দুই বছরে সর্বোচ্চ

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৯ আগষ্ট ২০২৫, ১৬:০৬

ছবি: সংগ্রহীত
জুলাই মাসে বিশ্ব খাদ্যের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, মাংস ও ভোজ্যতেলের দাম রেকর্ড পর্যায়ে উঠলেও শস্য, দুগ্ধজাত পণ্য ও চিনির দাম কমেছে।
 
এফএও’র খাদ্য মূল্যসূচক জুলাইয়ে দাঁড়িয়েছে ১৩০.১ পয়েন্টে, যা জুনের তুলনায় ১.৬ শতাংশ বেশি। এটি ফেব্রুয়ারি ২০২৩-এর পর সর্বোচ্চ হলেও, ২০২২ সালের মার্চের রেকর্ড দামের চেয়ে এখনও ১৮.৮ শতাংশ কম।
 
মাংসের মূল্যসূচক নতুন রেকর্ড ১২৭.৩ পয়েন্টে পৌঁছেছে। চীন ও যুক্তরাষ্ট্রের বেশি আমদানির কারণে গরু ও ভেড়ার মাংসের দাম বেড়েছে। খরায় যুক্তরাষ্ট্রে গবাদি পশুর সংখ্যা কমে যাওয়ায় আমদানি বাড়ে। ব্রাজিল এভিয়ান ফ্লুমুক্ত মর্যাদা পাওয়ার পর মুরগির মাংসের দামও কিছুটা বেড়েছে। তবে পর্যাপ্ত সরবরাহের কারণে শূকরের মাংসের দাম কমেছে।
 
ভোজ্যতেলের দাম ৭.১ শতাংশ বেড়ে তিন বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। পাম, সয়াবিন ও সূর্যমুখীর তেলের দাম বেড়েছে চাহিদা বাড়া ও সরবরাহ কমে যাওয়ায়। তবে ইউরোপে নতুন ফসল আসায় রেপসিড তেলের দাম কমেছে।
 
শস্যের দাম প্রায় পাঁচ বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছে। গম কাটার মৌসুমি সরবরাহ ও চালের পর্যাপ্ত মজুতের কারণে দাম কমেছে। চালের দাম জুলাইয়ে ১.৮ শতাংশ কমেছে।
 
দুগ্ধের দাম এপ্রিলের পর প্রথমবারের মতো কমেছে, মাখন ও দুধের গুঁড়ার দাম কমলেও চিজের দাম কিছুটা বেড়েছে।
 
চিনির দাম টানা পাঁচ মাস ধরে কমছে। ব্রাজিল ও ভারতের উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা দাম কমালেও বিশ্বব্যাপী চাহিদা ধীরে ধীরে বাড়ছে।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর