[email protected] ঢাকা | বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২
thecitybank.com

দুদকের মামলা অনুমোদন

র‍্যাপিড ট্রানজিট প্রজেক্টের ভূমি অধিগ্রহণে ৪.৭ কোটি টাকা আত্মসাৎ

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৩১ জুলাই ২০২৫, ১৭:৩৫

দুর্নীতি দমন কমিশন। ছবি: সংগ্রহীত
ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) অধীন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ মৌজায় ডিপো এক্সেস করিডর নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণে প্রায় ৫ কোটি টাকা আত্মসাতে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
বৃহস্পতিবার (৩১ জুলাই) ওই মামলা অনুমোদন দেওয়া হয়েছে বলে দুদকের জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে। ওই মামলায় ঢাকার লালবাগের বাসিন্দা মো. রিয়াজ উদ্দীনকে আসামি করা হয়েছে।
 
দুদকের অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায়, আসামি রিয়াজ উদ্দীন জমির মূল দলিল হারিয়ে গেছে বলে রূপগঞ্জ থানায় পাঁচটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর তিনি সাব-রেজিস্ট্রার অফিস থেকে ওই দলিলগুলোর সার্টিফায়েড কপি উত্তোলন করে জমা দেন এবং ক্ষতিপূরণের অর্থ উত্তোলন করেন। জমিগুলো এর আগেই সোনালী ব্যাংকের কাছে বন্ধক রাখা হয়েছিল এবং বন্ধকী দলিলগুলো এখনো সক্রিয় রয়েছে। তবুও ভুয়া তথ্য দিয়ে প্রতারণার আশ্রয়ে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়। এ ঘটনায় মো. রিয়াজ উদ্দীনের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৬, ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় মামলা অনুমোদন দিয়েছে কমিশন।
 
ডেস্ক/ই.ই
 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর