[email protected] ঢাকা | শনিবার, ১৯শে জুলাই ২০২৫, ৪ঠা শ্রাবণ ১৪৩২
thecitybank.com

জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান কারণ ছিল বেকারত্ব : আসিফ মাহমুদ

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫, ২০:১৪

ছবি: সংগ্রহীত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান কারণ ছিল বেকারত্ব। বেকারত্ব দূর করাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বেকারত্ব দূর করতে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সম্মেলনকক্ষে আয়োজিত যুব উদ্যোক্তা : বিনিয়োগ ও পলিসি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে উদ্যোক্তাদের জন্য নেওয়া পদক্ষেপ তুলে ধরে উপদেষ্টা বলেন, যুব উদ্যোক্তাদের জন্য আমরা উদ্যোক্তা ঋণ প্রদান করে থাকি। যুব উদ্যোক্তা ঋণের সিলেকশন ক্রাইটেরিয়াগুলো নিয়ে কাজ করা হচ্ছে যাতে সর্বোচ্চ সংখ্যক মানুষ উপকৃত হতে পারে যেকোনো স্টার্টআপ শুরু করার ক্ষেত্রে। এই ঋণের সিলিং ২ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা করা হয়েছে। সামনের দিনে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা -২০২৫ উপদেষ্টা পরিষদ হতে অনুমোদন পেয়েছে। এটি অতি দ্রুত বাস্তবায়ন করা হবে।

এলডিসি গ্রাজুয়েশন সামনে রেখে অনেক চ্যালেঞ্জ উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ৬৩ শতাংশ তরুণ জনগোষ্ঠীকে যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে না পারি, তাহলে ভবিষ্যতে ভালো করা সম্ভব হবে না। বাস্তবতা যা আছে, তাতে আমাদের উদ্যোক্তাদের সহায়তা করতেই হবে।

কর্মশালায় প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম সেভাবে তৈরি করা হয়নি। আমরা স্টার্টআপ তৈরির কাজের চেষ্টা করছি। এই কাজ স্কুল পর্যায় থেকেই শুরু করতে হবে।আমাদের পাইপলাইন তৈরি করতে হবে। মফস্বলে যারা আছে, তাদেরও সেই পাইপলাইনে রাখতে হবে। সেগমেন্ট করে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে।’

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর