[email protected] ঢাকা | বুধবার, ২রা জুলাই ২০২৫, ১৭ই আষাঢ় ১৪৩২
thecitybank.com

সরকার দুই-দুইবার সময় দিয়েও প্রতিশ্রুতি রক্ষা করেনি

বাংলাদেশ থেকে আম নিতে চায় ইন্দোনেশিয়া

চাপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১ জুলাই ২০২৫, ১৮:৪৫

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের আমবাগান ও কৃষিভিত্তিক পণ্য উৎপাদনের কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আরিফ সুয়োকো।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সদর উপজেলার মহারাজপুরে দেশের অন্যতম ফ্রুট প্রটেক্টিং পেপার ব্যাগ প্রস্তুতৃৃৃৃৃযকারী প্রতিষ্ঠান চাঁপাই এগ্রো ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেন তিনি।

পরে চাঁপাইনবাবগঞ্জের আমবাগানগুলো ঘুরে দেখেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আরিফ সুয়োকো। পরিদর্শন শেষে আরিফ সুয়োকো সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদারে কাজ করছে ইন্দোনেশিয়া দূতাবাস। এ অঞ্চলের ব্যবসায়ীরা ইন্দোনেশিয়ায় আম বা আমজাত পণ্য ও অন্যান্য কৃষিভিত্তিক পণ্য রপ্তানি করতে চাইলে দূতাবাস থেকে সহযোগিতা করা হবে। চাঁপাই এগ্রো ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রযুক্তি ও কার্যক্রম নিয়েও কথা বলেন এই ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকাস্থ ইন্দোনেশিয়া দূতাবাসের থার্ড সেক্রেটারি রব্বি ফিরলি হারখা, চাঁপাই এগ্রো ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা জেসমিন আকতার, ম্যানেজিং ডিরেক্টর ও শিল্প উদ্যোক্তা সফিকুল ইসলামসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা।

ডেস্ক/ই.ই

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর