[email protected] ঢাকা | বুধবার, ২রা এপ্রিল ২০২৫, ১৮ই চৈত্র ১৪৩১
thecitybank.com

জাতীয়তাবাদ-সমাজতন্ত্র মতবাদ ইসলামের সঙ্গে সাংঘর্ষিক : বুলবুল

chapaijournaldesk

প্রকাশিত:
৪ ফেব্রুয়ারী ২০২৫, ১৩:১৯

ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। ছবি: সংগ্রহীত

জাতীয়তাবাদ, সমাজতন্ত্র— মানুষের তৈরি এ মতবাদ ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে জামায়াতে ইসলামী শাহজাহানপুর পশ্চিম থানা কর্তৃক আয়োজিত ইউনিট দায়িত্বশীলদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা নিপীড়িত, নির্যাতিত মানুষের পক্ষে অবস্থান নিয়েছি, আন্দোলন করছি। এই আন্দোলনের সুফল পরিপূর্ণ পাওয়া যাবে মানুষ যখন বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হবে, ইসলামের পক্ষে ভোট দেবে।

নূরুল ইসলাম বুলবুল বলেন, ঐক্যবদ্ধভাবে দ্বীন প্রতিষ্ঠা করা আল্লাহর নিদের্শ। আল্লাহর ঘোষণা, ‘যারা সংগ্রাম করে আল্লাহর পথে তারা ঈমানদার আর যারা আল্লাহর পথ ব্যতীত ভিন্ন পথে সংগ্রাম করে, ভিন্ন বিধান কায়েমের চেষ্টা করে তারা ঈমানদার নয়’। আল্লাহ আরও বলেছেন, নিপীড়িত, নির্যাতিত মানুষের পক্ষে কেন অবস্থান নিচ্ছো না?- আল্লাহর সে নিদের্শ পালনেই কাজ করছে জামায়াতে ইসলামী।

জামায়াত নেতা বুলবুল আরোও বলেন, ঐক্যবদ্ধভাবে দ্বীন প্রতিষ্ঠা করা আল্লাহর নিদের্শ। আল্লাহর ঘোষণা, ‘যারা সংগ্রাম করে আল্লাহর পথে তারা ঈমানদার আর যারা আল্লাহর পথ ব্যতীত ভিন্ন পথে সংগ্রাম করে, ভিন্ন বিধান কায়েমের চেষ্টা করে তারা ঈমানদার নয়’। আল্লাহ আরও বলেছেন, নিপীড়িত, নির্যাতিত মানুষের পক্ষে কেন অবস্থান নিচ্ছো না?- আল্লাহর সে নিদের্শ পালনেই কাজ করছে জামায়াতে ইসলামী।

ডেস্ক/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর