[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২০ মে ২০২৪, ২১:৪৫

চাষী ও উপকার ভোগীদের মাঝে গাছ বিতরণ করছেন অতিথিবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল

"বরেন্দ্র এলাকার উচ্চমূল্য অপ্রচলিত ফল ও ঔষধি ফসল চাষাবাদে জনপ্রিয় করণ" শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে কৃষকদের মাঝে বিনামূল্যে বিদেশি জাতের, উচ্চ মূল্যের ও অপ্রচলিত ফলদ ও মসলা জাতীয় গাছের চারা বিতরণ কর্মসূচী পালিত হয়েছে।

সোমবার (২০ মে) সকাল ১১ টার দিকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নিজস্ব ভবনের সামনে এই কর্মসূচী পালিত হয়।

উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএমডিএ পরিচালনা বোর্ডের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসাম্মদ সাকিনা খাতুন (পারুল)।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএমডিএ এর নির্বাহি প্রকৌশলী মো: আল মামুনুর রশীদ, চারা বিতরণ কমিটির আহ্বায়ক ও বিএমডিএ এর সরকারি প্রকৌশলী মোঃ মুসাইদ মাসরুর, বিএমডিএ এর এইচ ভি সি প্রকল্পের সহকারি ব্যবস্থাপক (কৃষি) কৃষিবিদ মোঃ হাফিজুল কবীর এবং চারা বিতরণ কমিটি সদস্য ও জেলা বিএমডিএ এর পরিদর্শক মোঃ মুনজুর হোসেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএমডিএ এর আয়োজনে প্রায় ৩০০ চাষী ও উপকার ভোগীদের মাঝে বিভিন্ন জাতের বিদেশি ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়।

এমএএ/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর