[email protected] ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৫ই বৈশাখ ১৪৩২
thecitybank.com

সাবেক ছাত্রলীগ নেতার পিতার মৃত্যুতে জেলা ছাত্রলীগের শোকবার্তা

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৬ মার্চ ২০২৪, ২২:০৩

ডা. সাইফ জামান আনন্দ ও আশিকুজ্জামান। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও  মোধাবী ছাত্রনেতা ফয়সাল আহমেদ তমাল এর পিতার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার (২৬ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ ও সাধারন সম্পাদক আশিকুজ্জামান আশিক এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই শোক বার্তা জানানো হয়।

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের শোকবার্তা

শোক বার্তায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তাদের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনসহ শোকসন্তপ্ত সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ফয়সাল আহমেদ তমাল এর পিতা মো: ফারুক আহমেদ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মরহুমের জানাজা সন্ধ্যা ০৭:৩০ মিনিটে রেহাইচর গোরস্থানে অনুষ্ঠিত হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর