[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১
thecitybank.com

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাইডেনের চিঠি

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৪ ফেব্রুয়ারী ২০২৪, ২১:৪৪

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

রবিবার (৪ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস চিঠিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করেছে।

বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে সহযোগিতা করার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন চিঠিতে উল্লেখ করেছেন। সেইসাথে উচ্চাভিলাষী অর্থনৈতিক লক্ষ্যকে সমর্থনের পাশাপাশি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য যৌথ ভিশনে বাংলাদেশের সাথে অংশীদারিত্ব করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

এছাড়া দুই দেশ আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং জ্বালানি, বৈশ্বিক বিষয়ে কাজ চালিয়ে যেতে ইচ্ছা প্রকাশ করেন বাইডেন। চিঠিতে তিনি স্বাস্থ্য, রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তাসহ যুক্তরাষ্ট্রের একটি দীর্ঘ এবং সফল ইতিহাসের কথা উল্লেখ করেন। জনগণের মধ্যে শক্তিশালী বন্ধন দু'দেশের সম্পর্কের ভিত্তি বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর