[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১
thecitybank.com

তৃতীয় বারের মতো এমপি হলেন জিয়াউর রহমান

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২৪, ১২:২৩

মু. জিয়াউর রহমান। ছবি: সংগ্রহীত

দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মু: জিয়াউর রহমান। নৌকা প্রতীক নিয়ে তিনি ১ লাখ ১৫ হাজার ৫১ টি ভোট পেয়েছেন।

মু. জিয়াউর রহমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি মুহা: গোলাম মোস্তফা বিশ্বাস পেয়েছেন ৬৬ হাজার ৪৪৫ টি ভোট। জাতীয় পার্টির প্রার্থী মোহা: আব্দুর রশিদ লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১০৬ ভোট, বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী আব্দুল্লাহ আল মামুন ডাব প্রতীক নিয়ে পেয়েছেন ৯০৭ ভোট এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট ( বিএনএফ) এর প্রার্থী মো: আজিজুর রহমান টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩২ ভোট।

রবিবার (০৭ জানুয়ারি) রাতে গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট উপজেলার স্ব স্ব হলরুমে সহকারী রিটানিং কর্মকর্তাগণ আলাদা আলাদাভাবে এই ফলাফল ঘোষণা করেন।

ফলাফল ঘোষণা থেকে জানা যায়, এই সংসদীয় আসনে মোট ভোটার ৪ লাখ ৩১ হাজার ৩০ জন। এর মধ্যে মোট ভোট প্রদান করেছেন ১ লাখ ৮৬ হাজার ৮৫৭ ।

উল্লেখ্য যে, মু: জিয়াউর ২০০৮ সালে প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০২৩ সালের উপ-নির্বাচনে জয়ী হন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর