[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১
thecitybank.com

নাচোলে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত

মোঃ মনিরুল ইসলাম, নাচোল উপজেলা প্রতিনিধিঃ

প্রকাশিত:
৩ নভেম্বার ২০২৩, ২১:৪৬

নাচোলে জেল হত্যা দিবস পালনে নেতাকর্মীরা। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৩রা নভেম্বর স্বাধীনতার মহান স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে র্র্যলী আলোচনা সভা ও তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নাচোল উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন শেষে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম ঝাইটন, এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ জোহা, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জান্নাতুন নাঈম মুন্নি, সাবেক ছাত্র নেতা শামীম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীন আওয়ামী লীগ নেতা এন্তাজুল হক, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, কসবা ইউনিয়নে যুবলীগের সভাপতি তৈমুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলসাবা, সাধারণ সম্পাদক তারিফ হোসেন, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক খোকন, পৌর মৎস্যজীবী লীগের সভাপতি রঞ্জনা রাণী সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু উপজেলা পেশাজীবীর সাধারণ সম্পাদক মোস্তফা ফিজুর রহমান বুলেট।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর