[email protected] ঢাকা | শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১
thecitybank.com

নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন, আর ভয় দেখায় মির্জা ফখরুল: কাদের

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৯ সেপ্টেম্বার ২০২৩, ২১:৩২

ওবায়দুল কাদের। ফাইল ছবি

আওয়ামী লীগকে নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে লাভ নেই বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

কাদের বলেন, ‘আওয়ামী লীগকে নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে লাভ নেই। এই ভয় পেলে, একাত্তরে বাংলাদেশ স্বাধীন হতো না। নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন, আর ভয় দেখায় মির্জা ফখরুল। আবার দালাল লাগাইসে। ফখরুল ইসলাম নতুন দালাল।’ 

বিএনপি চেয়ারপারসনকে মুক্তি দিতে সরকারকে দেওয়া বিএনপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ জানিয়ে পরবর্তী কর্মসূচি কি হবে তা জানতে চান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘৪৮ ঘণ্টা শেষ। আল্টিমেটাম শেষ। অতঃপর কি?’ 

কাদের বলেন, ‘তত্ত্বাবধায়কের নাম করে আবারও অস্বাভাবিক সরকার আনতে চায় বিএনপি। বৃহৎ শক্তির হুমকিকে বঙ্গবন্ধু কন্যা পরোয়া করেন না। নিজের দেশে গণতন্ত্র হুমকির মুখে থাকলেও, বাংলাদেশের ব্যাপারে অতি উৎসাহী আমেরিকা।’ 

অনুষ্ঠানে আওয়ামী লীগের অন্য নেতারা বলেন, পঁচাত্তরের মতো এখনও ষড়যন্ত্র চলছে দেশে। তবে জনগণের ম্যান্ডেট নিয়ে আবারও প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর