[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৩, ০৪:১৬

ছবি: সংগৃহীত

১৭ই আগষ্ট সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে বৃহস্পতিবার জেলা শহরের মুজিব চত্বরের সামনে চাঁপাইনবাগঞ্জ জেলা ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবিাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২০০৫ সালের ১৭ আগস্ট জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নামের জঙ্গি সংগঠন পরিকল্পিতভাবে দেশের ৬৩ জেলায় একই সময়ে বোমা হামলা চালায়। দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৮ তম বছর আজ।

বিকেল ৫ টায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি সাইফ জামান আনন্দ -এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুজ্জামান -এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহা: এখলাসুজ্জামান টমাস, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আউয়াল তুষার, পৌর ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক রমজান ইসলাম সোহান।

এছাড়া আরোও উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি এ কে এম আনোয়ার হোসেন , সাধারণ সম্পাদক গোবিন্দ চ্যাটার্জি, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাফায়েত খান রিয়াদসহ জেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর