[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১
thecitybank.com

আগামী শুক্রবার রাজধানীতে সমাবেশ করতে চায় বিএনপি-জামায়াত

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৩ আগষ্ট ২০২৩, ০৫:০৬

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে ৩ বছর কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।

আগামী শুক্রবার (৪ আগস্ট) বেলা দুইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে দলটি। একই দিন নির্দলীয় নিরপেক্ষ সরকার ও আলেমদের মুক্তির দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২ আগস্ট) আদালত থেকে তারেক-জোবাইদার মামলার রায় ঘোষণার পর বিকেলে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত ওই মিছিল শেষে কর্মসূচি ঘোষণা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।

তিনি বলেন, আগামী শুক্রবার বেলা দুইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করা হবে।

এর আগে গতকাল মঙ্গলবারের (১ আগস্ট) পূর্বঘোষিত সমাবেশ স্থগিত করে  ৪ আগস্ট সমাবেশের দিন ঘোষণা করেছিল জামায়াত। রাজধানীতে এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচি কথা জানান ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আমীর নুরুল ইসলাম বুলবুল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর