[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ৩রা জুলাই ২০২৫, ১৯শে আষাঢ় ১৪৩২
thecitybank.com

আশা করি আমেরিকা আর নিষেধাজ্ঞা দেবে না, বাস্তবতা বুঝবে

চাঁপাই জার্নাল

প্রকাশিত:
২১ মে ২০২৩, ২১:৩১

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক

আমেরিকা আর নিষেধাজ্ঞা দেবে না, তারা বাস্তবতা বুঝবে বলে আশা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। রোববার (২১ মে) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

যুক্তরাষ্ট্রের আরও নিষেধাজ্ঞা আসছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে- এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, ‘লিখতে পারে। আমার ধারণা মাননীয় প্রধানমন্ত্রী যেগুলো বলেছেন, সঠিকই বলেছেন। স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে অভ্যন্তরীণ সব বিষয়ে বিদেশি হস্তক্ষেপ আমরা কোনোদিনই কামনা করি না বা সহজভাবে নিতে পারি না।’

তিনি বলেন, ‘জঙ্গি দমনের ক্ষেত্রে আমাদের বাস্তববাদী হতে হচ্ছে। বাস্তবতার আলোকে দেশ ও জাতির স্বার্থে, ধর্মীয় ও সাম্প্রদায়িক জঙ্গি দমনে অনেক পদক্ষেপ নিতে হয়েছে। সেটার জন্য যদি নিষেধাজ্ঞা দেয়, সেটা কতটা যুক্তিসঙ্গত?’
 

কৃষিমন্ত্রী বলেন, ‘পৃথিবীর কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার নেই। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের আওতায় নির্বাচন হতে হবে, সেটা কোনোদিনই হবে না। সংবিধানবহির্ভূত কিছু হবে না। তবে সবার কাছে গ্রহণযোগ্য সুষ্ঠু, সুন্দর নির্বাচন হওয়া দরকার। সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনের।’

‘প্রতিদিন বিএনপি যেসব অভিযোগ আনছে, এর সঙ্গে সুর মেলাচ্ছে কিছু বিদেশি শক্তি। এসব মিলিয়ে আমাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়।’

দেশের মানুষ পূর্ণ বাকস্বাধীনতা ভোগ করছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘আমি বুঝি না স্যাংশনস (নিষেধাজ্ঞা) কেন দেবে। আমার ধারণা তারা স্যাংশনস দেবে না। তারা বাস্তবতাটা বুঝবে। তারা একটা সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনে আমাদের সহযোগিতা করবে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর