[email protected] ঢাকা | সোমবার, ২৬শে জানুয়ারী ২০২৬, ১৩ই মাঘ ১৪৩২
thecitybank.com

সাড়ে সাত ঘন্টা পর রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২৬, ২১:৩২

লাইনচ্যুত ট্রেনের উদ্ধার কাজ। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় লাইনচ্যুত তেলবাহী ট্রেনের দুইটি ওয়াগান উদ্ধার করা হয়েছে। ফলে প্রায় সাড়ে সাত ঘন্টা পর রহনপুর থেকে নাচোল-আমনুরা হয়ে রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আমনুরা স্টেশনের মাস্টার হাসিবুল হাসান।

তিনি বলেন, বিকেল পাঁচটার দিকে উদ্ধার কাজ শুরু হয় এবং রাত ৮ টা ২০ মিনিটে লাইনচ্যুত ওয়াগান দুইটির উদ্ধার কাজ সম্পন্ন হয়। এর পর থেকে রহনপুর থেকে নাচোল-আমনুরা হয়ে রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

প্রসঙ্গত, এর আগে আজ (শনিবার) বেলা পৌনে ১ টার দিকে খুলনা থেকে আমনুরা বিদ্যুৎ পাওয়ার প্লান্ট গামী তেলবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়। এর ফলে রহনপুর থেকে আমনুরা হয়ে রাজশাহীগামী একটি কমিনিউটর ট্রেন আটকে পড়ে। ট্রেনটি সাধারনত দুপুর ১ টায় রহনপুর থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয় এবং বিকেল সাড়ে চারটায় রাজশাহী থেকে রহনপুরে ফিরে আসে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর