[email protected] ঢাকা | সোমবার, ২৬শে জানুয়ারী ২০২৬, ১৩ই মাঘ ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জের আমনুরাতে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২৬, ১৬:৪৯

আমনুরা স্টেশনে তেলবাহী ট্রেন লাইনচ্যুত। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এর ফলে রাজশাহী সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার (২৪ জানুয়ারি) বেলা পৌনে ১ টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে প্রাথমিকভাবে ওয়াগন লাইনচ্যুতের কারণ জানা যায়নি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটি খুলনা থেকে আমনুরা বিদ্যুৎ পাওয়ার প্লান্টে আসছিল। ওই ট্রেনের মোট ৩০টা তেলবাহী ওয়াগন ছিল। এর মধ্যে দুইটি লাইনচ্যুত হয়েছে। এতে আমনুরা থেকে রাজশাহী গামী লোকাল কমিনিউটার ট্রেনটি নিধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। ফলে রাজশাহী সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

আমনুরা স্টেশনের মাস্টার হাসিবুল জানান, খুলনা থেকে ছেড়া আসা আমনুরা পাওয়ার প্লান্টগামী ট্রেনটি বেলা ১২.৪৫ থেকে ১২.৫০ ঘটিকার সময় লাইনচ্যুত হয়। ফলে বেলা ১ টার দিকে আমনুরা থেকে রাজশাহী গামী কমিনিউটার ট্রেনটি নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর