[email protected] ঢাকা | সোমবার, ১৯শে জানুয়ারী ২০২৬, ৬ই মাঘ ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে মাদক দিয়ে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৬, ২২:১৬

ছবি: সংগ্রহীত

ষড়যন্ত্র করে অবৈধ মাদক হেরোইন দিয়ে নিরিহ কৃষককে র‍্যাব কর্তৃক আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। রোববার দুপুরে স্থানীয় একটি প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এ সময় গ্রেফতার এবরান আলীর ছেলে আলী হোসেন লিখিত বক্তব্যে বলেন, আমার আব্বা এবরান আলী একজন কৃষক এবং পরিবারের একমাত্র উপার্জণকারী। মাদক ক্রয় বিক্রয়ের সাথে তার কোন প্রকার সম্পৃক্ততা না থাকলেও শুক্রবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য জুয়েল রানা র‍্যাবকে ব্যবহার করে ৩ কোটি হেরোইন দিয়ে তাকে ফাঁসিয়ে গ্রেফতার করে নিয়ে যায়। যা অবাস্তব ও অসম্ভব বিষয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

এ সময় তিনি আরো বলেন, আমি একজন সাংবাদিক হওয়ায় এলাকার মাদক ব্যবসায়ীদের নিয়ে একাধিক সংবাদ প্রকাশ করায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জুয়েল মেম্বার আমাকে একাধিকবার মারধর করে হত্যার হুমকি দেয়। কিন্তু কোন এক অজ্ঞাত কারণে আইনশৃংখলা বাহিনী এমন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার না করেও তাদের সহযোগীতায় এলাকার অসহায় নীরিহ খেটে খাওয়া মানুষদের নানাভাবে হয়রানী করে মিথ্যা মাদক দিয়ে ফাঁসিয়ে গ্রেফতার করে নিয়ে যায়। আর তাই র‍্যাবের হাতে মিথ্যা মামলায় আটক এবরান আলীর মুক্তি ও সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত আসামীদের গ্রেফতারের জোড় দাবী জানান ভুক্তভোগী পরিবার।

আ.ও/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর