[email protected] ঢাকা | সোমবার, ১২ই জানুয়ারী ২০২৬, ২৯শে পৌষ ১৪৩২
thecitybank.com

শিবগঞ্জে অবৈধভাবে পুকুর খননের দায়ে লাখ টাকা জরিমানা

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৬, ১৬:০৭

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১০ জানুয়ারি) বিকালে উপজেলার মোবারকপুর ইউনিয়নের ফতেপুর মৌজার দানিয়ালপুর এলাকার উত্তর অংশে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ফসলি জমি কেটে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে মো. নাহিদ ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ জানান, কৃষিজমি সংরক্ষণ এবং অবৈধ মাটি ও পুকুর খনন রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর