[email protected] ঢাকা | সোমবার, ১২ই জানুয়ারী ২০২৬, ২৯শে পৌষ ১৪৩২
thecitybank.com

বিজিবির মানবিক উদ্যোগ

শিবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ৩০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২৬, ১৩:৫৮

শীতার্তদের হাতে কম্বল তুলে দিচ্ছেন ৫৯ বিজিবির অধিনায়কে গোলাম কিবরিয়া। ছবি: ৫৯ বিজিবি

সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুধু দেশ রক্ষায় নয়, আর্তমানবতার সেবায়ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সকালে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর উদ্যোগে শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তবর্তী এলাকার ৩০০ জন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে কিরণগঞ্জ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ঈদগাঁ মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল-আসিফসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বলেন, "বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক—এই ভিশন নিয়ে আমরা সীমান্ত সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। তীব্র শীতে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সীমান্তের মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে বিজিবির এই ধরনের জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

হাড়কাঁপানো শীতে বিজিবির পক্ষ থেকে উষ্ণ উপহার পেয়ে স্থানীয় জনসাধারণ ও উপকারভোগীরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি বিজিবির এমন মানবিক আচরণ তাদের মনে আরও আস্থার সঞ্চার করেছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর