[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১৫ই জানুয়ারী ২০২৬, ২রা মাঘ ১৪৩২
thecitybank.com

‎নিয়ামতপুরে রাস্তায় বেড়া-খুঁটি বসিয়ে গ্রামবাসীকে ভোগান্তির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২৬, ২২:২১

রাস্তায় বেড়া-খুঁটি বসিয়ে গ্রামবাসীকে ভোগান্তির অভিযোগ, ইনসেটে বিএনপি নেতা নুরুল ইসলাম। ছবি: চাঁপাই জার্নাল

‎নওগাঁর নিয়ামতপুর উপজেলার ছাতড়া বাজার মধ্যপাড়ায় প্রায় ৫০ বছর ধরে ব্যবহৃত একটি বাইপাস রাস্তা  জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে বিএনপি নেতা নুরুল ইসলামের বিরুদ্ধে। এতে করে গ্রামের বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এ নিয়ে গতকাল বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) ছাতড়া বাজার মধ্যেপাড়া গ্রামের বাসিন্দারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেন এলাকাবাসীর পক্ষে রবিউল ইসলাম। 

অভিযুক্ত নুরুল ইসলাম হলেন, নিয়ামতপুর উপজেলার সাবেক বিএনপির সহ-সভাপতি। এছাড়া তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোয়ন উত্তোলন ও জমা দিয়েছিলেন কিন্ত তাঁর স্বপক্ষে রাজনৈতিক দলের মনোনয়নপত্র জমা না দেওয়ার কারনে মনোনয়ন যাচাই বাছাই শেষে তার মনোনয়ন পত্রটি বাতিল ঘোষনা করা হয়।

লিখিত অভিযোগে জানানো হয়েছে, গ্রামে প্রবেশের জন্য মেইন রোড থেকে ব্যবহৃত এই রাস্তাটিই একমাত্র পথ। রাস্তাটি মেরামত চলাকালীন সময়ে মোঃ নুরুল ইসলাম ও তার পরিবার মিলে বাধা সৃষ্টি করে এবং খুঁটি দিয়ে বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দেয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, রাস্তা সংকুচিত করার জন্য রাস্তার পাশে মাটি খনন করা হচ্ছে। সরকারি প্রজেক্টের বাজেট অনুযায়ী রাস্তাটিতে একটি কালভার্ট তৈরি হলেও, মাটি উত্তোলনের বাজেট থাকা সত্ত্বেও অভিযুক্ত ব্যক্তি তাতে বাধা প্রদান করছেন। রাস্তা বন্ধ থাকায় ছোট ভ্যানগাড়িও চলাচল করতে পারছে না।

এলকাবাসীর পক্ষে অভিযোগকারী রবিউল ইসলাম জানান, সড়কের একাংশে হঠাৎ করে বেড়া ও খুঁটি বসানোয় রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচল কঠিন হয়ে পড়েছে। বাজারে পণ্য আনা-নেওয়া বিলম্বিত হচ্ছে, সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। অনেকেই এটিকে ইচ্ছাকৃতভাবে জনভোগান্তি তৈরির চেষ্টা বলে দাবি করছেন। ‎এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

‎এ প্রসঙ্গে অভিযুক্ত বিএনপি নেতা নুরুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার মন্তব্য পাওয়া যায়নি।

‎নিয়ামতপুর উপজেলার নির্বাহী অফিসার মোর্শেদা খাতুন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ  বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এস.আর.সাকিল/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর