[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১৫ই জানুয়ারী ২০২৬, ২রা মাঘ ১৪৩২
thecitybank.com

ঝিলিম ইউনিয়ন

চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধভাবে পুকুর খনন

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২৬, ১৮:৩০

ঝিলিম ইউনিয়নে অবৈধভাবে পুকুর খনন চলছে, ইনসেটে অভিযুক্ত রাকিব। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ধিনগর এলাকায় আইন অমান্য করে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের মহোৎসব চলছে। স্থানীয় প্রভাবশালী চক্রের যোগসাজশে রাকিব ও বাবলু নামের দুই ব্যক্তি রাত দুইটা থেকে সকাল ১১ টা পর্যন্ত প্রশাসনের নাকের ডগায় এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা গেছে, ঝিলিম ইউনিয়নের ধিনগর এলাকায় বিশাল আয়তনের ফসলি জমি নষ্ট করে স্কাভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি খনন করা হচ্ছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এখানে অবৈধভাবে পুকুর খনন চললেও রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানান, "রাকিব ও বাবলু প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলতে সাহস পায় না। দিনের বেলাতেই প্রকাশ্যেই তারা ভেকু দিয়ে মাটি কাটছে। এতে ধুলোবালিতে পরিবেশ নষ্ট হচ্ছে এবং ভারী ট্রাক চলাচলের কারণে গ্রামীণ রাস্তাগুলো ভেঙে যাচ্ছে।"

বাংলাদেশি আইন অনুযায়ী, আবাদি জমিতে পুকুর খনন দণ্ডনীয় অপরাধ। অথচ প্রশাসনের নজরদারির অভাবে এই চক্রটি নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং অবৈধ পুকুর খনন বন্ধের দাবি জানিয়েছেন।

পুকুর খননের কোন অনুমতি আছে কিনা তা জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারিনি  রাকিব ও বাবলু।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ইকরামুল হক নাহিদ বলেন, পুকুর খননের বিষয়ে কোন পারমিশন দেওয়া হয়নি। তবে উদ্ধর্তন কেউ দিয়েছে কিনা তা জানিনা। পুকুর খননের বিষয়ে আপনার মাধ্যমে জানলাম, আরোও বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর