প্রকাশিত:
৩ জানুয়ারী ২০২৬, ২০:১৯
চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনের মধ্যে তিনজন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ও ইসলামী আন্দোলনের এক প্রার্থীর মনোনয়ন স্থগিত করেছে জেলা রির্টানিং কর্মকর্তা কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ। শনিবার(৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পর্যায়ক্রমে মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেয়া হয়। এসময় সকল প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ ১ (শিবগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী মোহাঃ আফজাল হোসেন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে একই দলের প্রার্থী মো. খুরশীদ আলম বাচ্চু ও চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), মো.ফজলুর রহমান। এদিকে হলফনামায় অসঙ্গতি তথ্য থাকায় চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের একজন প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া প্রার্থী হলেন- ইসলামী আন্দোলনের মো.মনিরুল ইসলাম। এরআগে তিনটি আসনে সব মিলিয়ে মোট ১৬ প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। তাদের মধ্যে ঘোষিত বৈধ প্রার্থী হলেন ১২ জন।
বৈধ প্রার্থী তালিকা ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় চাঁপাইনবাবগঞ্জ-০১ আসনের বিএনপির প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক মো.শাহজাহান মিয়া জয়ের ব্যাপারে আসাবাদ ব্যক্ত করেন।
চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনের জামায়াতের প্রার্থী ও ঢাকা দক্ষিণের মহানগরীর আমির নূরুল ইসলাম বুলবুল নির্বাচন পরিচালনার কাজে নিয়োজিত সকল সেক্টরকে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করার অনুরোধ জানান।
জেলা রির্টানিং কর্মকর্তা কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ বলেন, খুরশীদ আলম বাচ্চুর দলীয় মনোনয়ন পত্রটি স্ক্যান কপি।মুল কপি না থাকায় এবং তার নাগরিকত্ব নিয়ে একটি ইস্যু থাকায় ২ টি কারনে, অপর জাতীয় পার্টির প্রাথী আফজাল হোসেন তার একটি সম্পদের তথ্য না দেয়ায় এবং সদর আসনের জাসদ প্রাথী মো.ফজলুর রহমান ঋণ খেলাপি হওয়াই এ তিনজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ২৯ হাজার ৬৬০ জন। এর মধ্যে নারী ভোটার ৭ লাখ ৮ হাজার ৮৭০ জন এবং পুরুষ ভোটার ৭ লাখ ২০ হাজার ৭৮৯ জন।
আ.ও/আ.আ
মন্তব্য করুন: