প্রকাশিত:
১ জানুয়ারী ২০২৬, ২১:১৫
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইনে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে (হার্ট অ্যাটাক) মো: আব্দুল আলিম নামের উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
মৃত আব্দুল আলিমের বাড়ি পাবনা জেলার সুজানগর থানার বাড়ইপাড়া এলাকায়। তার পিতার নাম মৃত বন্দের আলী।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে পুলিশ লাইনে ভলিবল খেলছিলেন আব্দুল আলিমসহ অনান্য পুলিশ সদস্যরা। এই সময় তিনি হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে আরোও জানা যায়, কর্তব্যনিষ্ঠ এই পুলিশ কর্মকর্তার অকাল মৃত্যুতে জেলা পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. ওয়াসিম ফিরোজ বলেন, সন্ধ্যার দিকে ভলিবল খেলারত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন আব্দুল আলিম। এই সময় তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। আজ রাত ০৯ টার দিকে জেলা পুলিশ লাইনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া তার পরিবার ও স্বজনরা মরদেহ নেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। রাতে তার পরিবার ও স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: