[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১লা জানুয়ারী ২০২৬, ১৮ই পৌষ ১৪৩২
thecitybank.com

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৩১ ডিসেম্বার ২০২৫, ২৩:৩৮

প্রতিকী ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে রেললাইনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাটহাজারী উপজেলার পশ্চিম ছড়ারকুল এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রামগামী একটি ট্রেনে কাটা পড়ে এই অজ্ঞাত ব্যক্তি। তার শরীর থেকে হাত-পা, মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক ঢাকা পোস্টকে জানান, হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার শরীরের হাত-পা, মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে আমাদের টিম কাজ করছে।

ডেস্ক/আ.আ

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর