[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১লা জানুয়ারী ২০২৬, ১৮ই পৌষ ১৪৩২
thecitybank.com

চাঁপাই জার্নালে সংবাদ প্রকাশ

সাঁওতাল পাড়ার অবৈধ পুকুর ভরাট বন্ধ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৩১ ডিসেম্বার ২০২৫, ১৬:২৭

ছবি: সংগ্রহীত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দক্ষিণ শহর এলাকার সাঁওতাল পাড়ায় অবৈধভাবে পুকুর ভরাটের সংবাদ ‘চাঁপাই জার্নাল’-এ প্রকাশের পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। সংবাদটি জনসমক্ষে আসার পরপরই প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেছে পুকুর ভরাটের কাজ।
 
জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি ঐতিহ্যবাহী বড় পুকুর রাতের আঁধারে ড্রেজার ও ট্রাক্টর দিয়ে মাটি ফেলে ভরাট করা হচ্ছিল। স্থানীয় প্রভাবশালী মহলের মদদে সরকারি নীতিমালা তোয়াক্কা না করেই চলছিল এই ধ্বংসযজ্ঞ। গত শুক্রবার (২৬ ডিসেম্বর) চাঁপাই জার্নাল-এ এই অনিয়মের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়।
 
প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন জানান, পুকুর ভরাটের কোনো বৈধ অনুমতি ছিল না। তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে তদন্তের নির্দেশ দেন এবং কাজ বন্ধ করার ব্যবস্থা নেন।
 
পুকুরটির মালিকানা দাবিদার শুকচান এবং ভরাটের কাজে যুক্ত আশরাফুল ইসলাম কোনো প্রয়োজনীয় নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। পরিবেশ রক্ষা ও জলাধার সংরক্ষণে প্রশাসনের এই দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
 
বর্তমানে ওই এলাকায় পুকুর ভরাট কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
 
সাঁওতাল পাড়ার বাসিন্দা পরশ বলেন, আপনাদের সংবাদ প্রকাশের পর সন্ধ্যা বেলার দিকে পুলিশ এসেছিল। তাদেরকে কাজ বন্দ করতে বলে গেছে। তারপর থেকে পুকুর ভরাটের কাজ বন্ধ আছে। প্রশাসনের কাছে দাবি, পুকুরটি যেন ভরাট করা না হয়।
 
এ বিষয়ে পুকুরের মালিক দাবিদার শুকচান জানান, বর্তমানে পুকুর ভরাটের কাজ বন্ধ আছে। আমরা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে পুকুর ভরাটের জন্য আবেদন করেছি। অনুমতি দিলে আবারোও পুকুর ভরাটের কাজ শুরু করবো।
 
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার মো: ইকরামুল হক নাহিদের মুঠোফোনে দিলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
 
এম.এ.এ/আ.আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর