প্রকাশিত:
২৪ ডিসেম্বার ২০২৫, ২০:১১
সরকারি সেবা নিতে গিয়ে সারাদেশের মধ্যে সবচেয়ে কম ঘুষ দেন চাঁপাইনবাবগঞ্জের মানুষ এবং সবচেয়ে বেশি ঘুষ দেন নোয়াখালির মানুষ। সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ‘সিটিজেন পারসেপশন সার্ভে (সিপিএস) ২০২৫’ শীর্ষক এই জরিপের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করে বিবিএস। এতে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার।
ওই অনুষ্ঠানে উপস্থাপিত জরিপ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে- সরকারি সেবা নিতে কিছু জেলায় ঘুষের হার তুলনামূলক কম। সবচেয়ে কম ঘুষ দেওয়ার জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। এ জেলায় সরকারি সেবা নিতে গিয়ে ঘুষ দিয়েছেন ১০ দশমিক ৪৯ শতাংশ নাগরিক। এছাড়া এক বছরে ঘুষ লেনদেনে শীর্ষে আছে নোয়াখালী জেলা। এই জেলায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগকারী নাগরিকদের মধ্যে ৫৭ দশমিক ১৭ শতাংশ ঘুষ দেওয়ার কথা জানিয়েছেন।
জরিপ প্রতিবেদন অনুযায়ী- মধ্যম আয়ের জনগোষ্ঠীর মধ্যে ঘুষ দেওয়ার হার ৩২ দশমিক ২৪ শতাংশ। উচ্চ-মধ্যম আয়ের ক্ষেত্রে এই হার ৩৩ দশমিক ৬০ শতাংশ।
ডেস্ক/আ.আ
মন্তব্য করুন: