প্রকাশিত:
২৪ ডিসেম্বার ২০২৫, ১৯:২৩
তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান এরফান গ্রুপ। প্রতি বছরের ন্যায় এবারও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শীতবস্ত্র ও কম্বল বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) ‘দেশের জন্য মানুষের পাশে’ স্লোগান নিয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুর ফকল্যান্ড মোড়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এই সময় অসহায় শীতার্তদের হাতে কম্বল তুলে দেন এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির সাবেক চেয়ারম্যান ও এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম, সিআইপি।
অনুষ্ঠান উপস্থিত ছিলেন এরফান গ্ৰুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, সিনিয়র ব্যবস্থাপক মো. রেজাউল করিম, এরফান গ্ৰুপ জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল মোমিন, ইমাম এমদাদুল হক, সমাজ সেবক আব্দুস সামাদ লাট্টু মোড়লসহ অন্যরা।
অনুষ্ঠানে মাহবুব আলম বলেন, দীর্ঘদিন ধরেই এরফান গ্রুপ দরিদ্র, অসহায়, দুঃস্থ ও রোগাক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের বিভিন্নভাবে সহায়তা, খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ করেছে। আমার পিতা মরহুম এরফান আলী এতোদিন এ দায়িত্ব পালন করেছেন। তার দেখানো পথে একইভাবে আমি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এসব কাজ করে যাবো, ইনশাল্লাহ।
প্রতিনিধি/আ.আ
মন্তব্য করুন: