[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ৮ই পৌষ ১৪৩২
thecitybank.com

সীমান্তে অনুপ্রবেশ, অস্ত্রসহ বিএসএফ সদস্যকে ধরে নিয়ে এলো বিজিবি

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২১ ডিসেম্বার ২০২৫, ১৭:০৩

ছবি: সংগ্রহীত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২১ ডিসেম্বর) ভোরে লালমনিরহাট ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ আংগুরপোতা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আটককৃত বিএসএফ সদস্যের নাম কনস্টেবল বেদ প্রকাশ। তিনি ভারতের ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের সদস্য বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ভোরে আংগোরপোতা বিওপির দায়িত্বপূর্ণ ডাংগাপাড়া নামক স্থানে সীমান্ত পিলার ডিএএমপি ১/৭-এস এর নিকট দিয়ে ওই বিএসএফ সদস্য বাংলাদেশের প্রায় ১০০ গজ অভ্যন্তরে ঢুকে পড়েন। এ সময় সেখানে দায়িত্বরত বিজিবির টহল দল তাকে আটক করে। আটকের সময় তার কাছে ব্যক্তিগত অস্ত্র, গোলাবারুদ ও বেশ কিছু সরঞ্জাম পাওয়া যায়। বর্তমানে তাকে আংগোরপোতা বিওপিতে বিজিবির হেফাজতে রাখা হয়েছে।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বিএসএফ সদস্য দাবি করেছেন, গরু চোরাকারবারিদের পিছু ধাওয়া করার সময় ঘন কুয়াশার কারণে দিক হারিয়ে তিনি ভুলবশত বাংলাদেশে প্রবেশ করেছেন। ঘটনা জানাজানির পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অনুপ্রবেশের বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে।

ভারতীয় বাহিনীর পক্ষ থেকে আটক সদস্যের পরিচয় নিশ্চিত করে তাকে দ্রুত ফেরত দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিষয়টি সুরাহার জন্য ইতোমধ্যে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর