[email protected] ঢাকা | সোমবার, ১৫ই ডিসেম্বর ২০২৫, ৩০শে অগ্রহায়ণ ১৪৩২
thecitybank.com

কানসাট আম বাজারে কাটিমন আম

অসময়ে চাপাইনবাবগঞ্জের বাজারে মিলছে সুস্বাদু কাটিমন আম

উপজেলা সংবাদদাতা:

প্রকাশিত:
১৩ ডিসেম্বার ২০২৫, ২০:৪৪

ছবি: সংগ্রহীত
চাঁপাইনবাবগঞ্জের কানসাট আম বাজারে এখনও মিলছে অসময়ের কাটিমন আম। আম বাজারে গিয়ে দেখা যায় কাটিমন জাতের আম নিয়ে এসেছেন আম ব্যবসায়ীরা। মূলত এখন কাটিমন জাতের আমই পাওয়া যাচ্ছে বাজারে।
 
বাজারে আম তুলতে আসা গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া এলাকার কৃষকরা জানান, চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় কাটিমনের উৎপাদন ভালো হয়েছে। তবে রাজধানীসহ দেশের বিভিন্ন পাইকারি বাজারে চাহিদা বেশি থাকায় মাঝারি ব্যবসায়ীরা অহরহ জমিতে গিয়ে অগ্রিম বুকিং দিচ্ছেন। ফলে স্থানীয় বাজারেও দাম ট্রেন্ডের তুলনায় অনেক বেশি।
 
কানসাট বাজারের পাইকার মো. শহিদুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘এবার কাটিমনের মান খুব ভালো। ঢাকার পাইকাররা বেশি দামে কিনছে, তাই স্থানীয় বাজারেও দাম টপকে গেছে। বর্তমানে সর্বোচ্চ মানের কাটিমন মণপ্রতি ১৫ থেকে ১৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে।’
 
অন্যদিকে খুচরা ক্রেতারা বলছেন, দাম বৃদ্ধির কারণে বাজারে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে কাটিমন আম।
 
কৃষি বিভাগের মতে, কাটিমন আমের জনপ্রিয়তা ও বাজার চাহিদা বাড়ায় কৃষকরা এখন এই জাতের চাষে আগ্রহী হচ্ছে। সঠিক ব্যবস্থাপনা থাকলে আগামী বছর আরও বেশি উৎপাদন সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।
 
আম চাষী ও ব্যবসায়ীরা জানিয়েছেন, বেশ কিছু নাবী জাত, বিশেষ করে কাটিমন জাতের আম চাষ সম্প্রসারণ হয়েছে জেলাজুড়ে। এ কারণে শীতকালেও পাওয়া যাচ্ছে আম।
 
শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া বলেন, শিবগঞ্জ উপজেলায় ২ হাজার ১৫০ হেক্টর জমিতে কাটিমন জাতের আম বাগান রয়েছে। অসময়ের আম হিসেবে পরিচিত পাওয়ায় এ আমের চাহিদা বাড়ছে দিন দিন।
 
তিনি আরো বলেন, গত সপ্তাহেই ১৩-১৪ হাজার টাকা মণ দরে বিক্রি হয়েছে আম। এখন ১৬ হাজার টাকা হলে সেটা অস্বাভাবিক নয়।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর