[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১১ই ডিসেম্বর ২০২৫, ২৭শে অগ্রহায়ণ ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৯ ডিসেম্বার ২০২৫, ২০:৩৪

মানববন্ধনে অতিথিবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল

দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই  শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে  জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির সূচনা করা হয়।

পরে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় জেলা প্রশাসক দূর্নীতি প্রতিরোধে শপথ বাক্য পাঠ করান।

শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, দুর্নীতি দমন কমিশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ তানভীর আহমেদ সিদ্দিক, মাওলানা আব্দুল মতিন। অনুষ্ঠানে তরুণ প্রজন্মের ২ শিক্ষার্থী তাদের অনুভ‚তির কথা ব্যক্ত করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন,  জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সাধারণ সম্পাদক মোঃ মসিউল করিম বাবু। 

আ.ও/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর