চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গ্রামআদালত শীর্ষক কমিউনিটি পর্যায়ে ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপি বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন-জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্লভপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা সমন্বয়নক আমিনুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজম আলী। এছাড়া পরিষদের অন্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আ.ই/ই.ই
মন্তব্য করুন: