[email protected] ঢাকা | বুধবার, ১০ই ডিসেম্বর ২০২৫, ২৬শে অগ্রহায়ণ ১৪৩২
thecitybank.com

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এলো ৬০ মেট্রিক টন পেঁয়াজ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৭ ডিসেম্বার ২০২৫, ২৩:০৮

ভারতীয় আমদানিকৃত পেঁয়াজ। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। রবিবার (০৭ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ।

চাঁপাইনবাবগঞ্জের পেঁয়াজ ব্যাবসায়ী কালু শেখ বলেন, গতকাল (শনিবার) পাইকারি পেঁয়াজ বিক্রি হয়েছে ১১০ টাক কেজি দরে এবং খুচরা বাজারে বিক্রি হয়েছে ১২০ টাকায়। এছাড়া পেঁয়াজ আমদানির কানাঘষা শুনে আজকে পেঁয়াজের দাম কমেছে। আজকে ৮০ টাকা দরে পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে এবং খুচরা বাজারে ১০০ টাকা দরে বিক্রি হয়েছে। ভারতীয় পেঁয়াজ আরোও আমদানি হলে বাজারে পেঁয়াজের দাম আরোও কমবে বলে আশা করি।

সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম জানান, সন্ধ্যায় দুটি ট্রাকে মোট ৬০ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। বাংলাদেশ সরকার সীমিত আকারে পেঁয়াজ আমদানি অনুমতি দেওয়ার পরই আজকে এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হলো। আগামীকাল সোমবার আরোও পেঁয়াজবাহী ট্রাক আসতে পারে।

সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ জনান, এই বন্দর দিয়ে ৩০ জন ব্যাবসায়ীর বিপরীতে ত্রিশটি আইপি ইস্যু হয়েছে এবং ৯০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত দুইজন আমদানিকারক ৬০ মেট্রিক টন পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি করেছে। উল্লেখ্য যে গত এই বছরের ০৯ সেপ্টেম্বর সর্বশেষ পিঁয়াজ আমদানি করা হয়েছিল।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর