[email protected] ঢাকা | রবিবার, ৭ই ডিসেম্বর ২০২৫, ২৩শে অগ্রহায়ণ ১৪৩২
thecitybank.com

সপ্তাহের বাজারদর : পেঁয়াজের কেজি ১৪০ টাকা

চাঁপাইনবাবগঞ্জে পেঁয়াজের দাম সাধারণ ভোক্তাদের নাগালের বাইরে চলে গেছে

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৬ ডিসেম্বার ২০২৫, ১৭:৩৫

ছবি: সংগ্রহীত
চাঁপাইনবাবগঞ্জে পেঁয়াজের দাম সাধারণ ভোক্তাদের নাগালের বাইরে চলে গেছে। প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ টাকা থেকে ১৪০ টাকা কেজি দরে। পাইকারী বিক্রেতাদের কাছ থেকে কয়েক হাত ঘুরে খুচরা বিক্রেতাদের হাতে আসায় দামটা বৃদ্ধি বলে খুচরা বিক্রেতারা মনে করছেন।
 
অন্যদিকে মোটা চালের দাম কিছুটা কমেছে, কমেছে ডিম ও ব্রয়লার মুরগির দামও। শুক্রবার জেলা শহরের নিউ মার্কেট কাঁচা বাজার ঘুরে এমনটাই জানা গেছে।
 
মুদি দোকানদার আব্দুর রহমান বাবু জানান, নতুন মোট স্বর্ণা ধানের চাল গত সপ্তাহে প্রতিকেজি দাম ছিল ৫০ টাকা। এ সপ্তাহে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৫টাকা। চিকন স্বর্ণা বিক্রি হচ্ছে ৪৭ থেকে ৫০ টাকা কেজি দরে। এছাড়া, আটাশ চাল বিক্রি হচ্ছে প্রতিকেজি ৬০ থেকে ৬৫ টাকা, জিরাসাইল ৭০ থেকে ৭৫ টাকা। এছাড়া গমের খোলা আটা ৪৬ থেকে ৪৮ টাকা, প্যাকেটজাত আটা ৫৫ টাকা, মসুর ডাল (মোটা) ৮০ টাকা এবং চিকনটা ১৫০ থেকে ১৬০ টাকা, খেসাড়ির ডাল ৯০ টাকা, মটর ডাল ১২৫ টাকা, ছোলার ডাল ১৩০ টাকা, মুগডাল ১৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৩৬ টাকা।
 
অন্যদিকে কাওসার আলী রুবেল জানান, মিনিকেড চাল ৭৬ টাকা, আটাশ ৬৬ টাকা, পাইজাম ৫৬ টাকা, বাসমতি ৯৪ টাকা, কাটারিভোগ ৮০ টাকা ও আতপ চাল বিক্রি হচ্ছে ১২০ টাকা প্রতিকেজি।
সবজি বিক্রেতা অঅব্দুর রশিদ জানান, বেগুন কিছুটা কমে বর্তমানে কেজি প্রতি বিক্রি হচ্ছে প্রতিকেজি ৫০ টাকা, ফুলকপি ৩৫ টাকা, পাতা কপি ২৫ টাকা, মুলা ২৫ টাকা। এছাড়া মিষ্টি কুমড়া ৪০ টাকা, বরবটি ৮০ টাকা, পটল ৫০ টাকা. পেঁপে ২০ টাকা, কাঁচা কলা ৪০ টাকা, গাজর ৫০ টাকা, নতুন আলু ৮০ টাকা ও পুরাতন আলু ২৫ টাকা, টমেটো ৯০ টাকা, শিম ৬০ টাকা, শসা ৭০ টাকা, ব্রকলি ৫০ টাকা, কাঁচা মরিচ ৭০ টাকা ও পেঁয়াজের দাম বেড়ে বিক্রি হচ্ছে প্রতিকেজি ১৩০ থেকে ১৪০ টাকা দরে।
 
মাছ বিক্রেতারা জানান, পাবতা ৩২০ টাকা, বোয়াল ওজন ভেদে ৭০০ থেকে ১২০০ টাকা, আইড় ১ হাজার টাকা থেকে ১ হাজার ৮শ টাকা, চিতল ৭৫০ টাকা, ছোট ইলিশ ১২০০ টাকা, গটি ৪০০ টাকা, সবজি চিংড়ি ৮০০ টাকা, চাষের চিংড়ি ৭০০ থেকে ৭৫০ টাকা, খরি ৪৮০ টাকা, ব্রিগহেড ২০০ টাকা, সিলভারকার্প ১৮০ টাকা, ট্যাংরা ৫০০ টাকা থেকে ১২০০ টাকা, কাগচা ৩২০ টাকা, পাঙ্গাস ২২০ টাকা, রুই ওজন ভেদে ২৪০ থেকে ৪৫০ টাকা ও কাতল ৩৫০ টাকা থেকে ৪২০ টাকা, জাপানি রওই ২২০ টাকা, মিড়কা ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মুরগি বিক্রেতা আলমসহ অন্যরা জানান দেশি মুরগি ৪৮০ টাকা, সোনালী ২০০ থেকে ২১০ টাকা, ব্রয়লার ১৫০ টাকা, প্যারেন্স ২৮০ টাকা, লাল লিয়ার ২৮০ টা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া বতক (পাতি হাঁস) বিক্রি হচ্ছে ৪৫০ টাকা কেজি।
অন্যদিকে গরুর মাংস প্রতিকেজি বিক্রি হচ্ছে ৭০০ টাকা থেকে ৭৫০ টাকা।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর