[email protected] ঢাকা | বুধবার, ১০ই ডিসেম্বর ২০২৫, ২৬শে অগ্রহায়ণ ১৪৩২
thecitybank.com

২৩ লক্ষ টাকার পাম অয়েলসহ ট্রাক 'আত্মসাতের চেষ্টা': রায়গঞ্জ থানার ২ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

উপজেলা সংবাদদাতা:

প্রকাশিত:
৬ ডিসেম্বার ২০২৫, ১৬:৪২

ছবি: সংগ্রহীত
চাঁপাইনবাবগঞ্জের স্বনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান আদর্শ ব্রাদার্স ভান্ডার-এর একটি ট্রাকে থাকা ২৩ লক্ষ ২১ হাজার ২৫০ টাকা মূল্যের ১৩৯৫০ কেজি পাম অয়েল তেল অবৈধভাবে আটক এবং তা আত্মসাতের চেষ্টার গুরুতর অভিযোগ তুলেছে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং আদর্শ গ্রুপ অব কোম্পানিজ। আজ, শনিবার (০৬ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জের চেম্বারের হলরুমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ তোলা হয়।
 
লিখিত বক্তব্যে চেম্বার সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ এবং আদর্শ গ্রুপের এম.ডি. আলহাজ্ব মোঃ সাদিকুল ইসলাম জানান: ঘটনা: গত (২১ নভেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ১৩৯৫০ কেজি পাম অয়েল তেলসহ, আদর্শ গ্রুপের নিজস্ব পরিবহন ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়।
 
(২২ নভেম্বর) ৯৯৯-এ কল করে জানা যায়, ট্রাকটি সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশ আটক করেছে। এইসময় আদর্শ গ্রুপের পক্ষ থেকে মালামাল ক্রয়ের সকল বৈধ কাগজপত্র থানায় জমা দেওয়া হলেও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম. মাসুদ রানা টালবাহানা করতে থাকেন।
 
পরে (২৫ নভেম্বর) সিরাজগঞ্জ আদালতে খোঁজ নিয়ে জানা যায়, একটি পুরনো মামলার (রায়গঞ্জ থানার মামলা নং ৯, তারিখ ১৮/১১/২০২৫) ভিত্তিতে ট্রাকটি জব্দ দেখানো হলেও ক্রয়কৃত ১৩৯৫০ কেজি পাম অয়েল তেল জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। চেম্বার নেতারা অভিযোগ করেন, ট্রাকের বৈধ কাগজপত্র, জিপিএস ট্র্যাকার ডেটা এবং যমুনা সেতু পার হওয়ার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও ওসি কে.এম. মাসুদ রানা এবং এসআই ফিরোজসহ সহযোগী পুলিশ কর্মকর্তারা অবৈধভাবে তেলগুলো আত্মসাত করার চেষ্টা করছেন।
 
সংবাদ সম্মেলনে আদর্শ গ্রুপ ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার দোষী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং অবৈধভাবে আটক তেলসহ ট্রাকটি দ্রুত ফেরত দেওয়ার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছে।

তবে এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি মাসুদ রানা সাংবাদিকদের কাছে তেল আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, ট্রাকটি ছিনতাই হওয়ার পর আমরা তা উদ্ধার করি। উদ্ধারকালে ট্রাকে কোনো তেল ছিল না।

আ.স/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর