প্রকাশিত:
২ ডিসেম্বার ২০২৫, ১৭:২৪
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের নবাগত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। মঙ্গলবার (০২ ডিসেম্বর) বেলা ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি।
তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় আগামী সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন পুলিশের পক্ষ থেকে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা থাকবে। এই চেষ্টার আলোকে ঝুকিপূর্ণ, অধিক ঝুকিপূণ ও কম ঝুকিপূন এলাকাগুলো ইতিমধ্যে চিহ্নিত করছি। যে জায়গাগুলো বেশি ঝুকিপূণ সেই জায়গাগুলো আমাদের পুলিশের টহল পার্টি, ভ্রাম্যমান টহল ও স্থায়ী টহলসহ পুলিশিং বিভিন্ন বিষয় আপ্লাই করে পরিস্থিতি যেন নিয়ন্ত্রনে থাকে এই ব্যাপারে আমাদের সব্বোর্চ প্রচেষ্টা থাকবে।
তিনি আরোও বলেন, চাঁপাইনবাবগঞ্জের পাঁচটি থানার মধ্যে চারটি থানায় সীমান্তবর্তী। সীমান্তবর্তী হওয়ার কারনে স্বাভাবিকভাবে এখানে মাদকের প্রবণতা রয়েছে। মাদক ও চোরাকারবারীদের তালিকা এখানে আছে। তারপরেও আপনাদের মাধ্যমে আমি তালিকাটিকে হালনাগাদ করবো এবং মাদক ও চোরাচালানে জিরো টল্যারেন্স রাখার ক্ষেত্রে আমরা কাজ করবো। এছাড়া বাল্যবিবাহ, নারী নির্যাতন ও সড়ক দূঘর্টনা প্রতিরোধে কার্যকারী ব্যাবস্থা গ্রহণ করা হবে।
এই সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসিন আরাফাতসহ প্রমুখ। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: